স্বাগতম আপনাদের সবাই কে,
চট্টলা রানারস চতুর্থ বারের মতে আয়োজন করতে যাচ্ছে Chattala Runners (CR) 10KM Run (কিলোমিটার )। এইবার আমাদের দৌড় প্রতিযোগিতার নাম হচ্ছে “Sam Bond – CR 10K 2025” । এই এইবারে আমাদের প্রতিযোগিতার প্রতিপাদ্য বা থিম / theme “” “সব বিপ্লবীদের প্রতি স্যালুট।” / “Salute to all revolutionaries.”। এই বারের আয়োজনে আমাদের মূল / টাইটেল স্পনসর হচ্ছেন Sam Bond ( Samuda Spec-Chem Limited / Samuda ) যারা আঠা এবং গ্লু উৎপাদনের সাথে জড়িত / Adhesive and glue manufacturing window under/ অধীনে Samuda Spec-Chem Limited / সমুদা স্পেক-চেম লিমিটেড|

“Sam Bond – CR 10K 2025” একটি ১০ কিলোমিটার দৌড় প্রতিযোগিতা যা অনুষ্ঠিত হবে ১০ জানুয়ারি ২০২৫ , শুক্রবার , সময়: সকাল ৫.৪৫ থেকে ৬.৩০ এর মধ্যে (দৌড় শুরুর সময় সংক্রান্ত বিষয়ে সকল ডিটেইল আপনাদের পরে জানিয়ে দেওয়া হবে)। এটি একটি প্রতিযোগিতা মূলক দৌড় ।(সাথে থাকবে সম্মাননা ক্রেস্ট এবং সম্মাননা সুচক অল্প কিছু নগদ পুরষ্কারের ব্যাবস্থা থাকবে।)

দৌড় এর স্টার্টিং পয়েন্ট : সি আর বি, চট্টগ্রাম

– রানিং রোড: সিআরবি সাত রাস্তা – টাইগার পাস – রেডিসন – সিআরবি একই রোডে ৪ চক্কর।
– চিপ টাইমিং এর ব্যবস্থা থাকবে এবং বিব / BIB নম্বর সঠিক নিয়মে লাগাতে হবে।
– অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে এবং রেজিস্ট্রেশন লিংক জানিয়ে দেওয়া হবে।

আগ্রহী রানারা যারা রেজিস্ট্রেশন করবেন। তারা রেজিস্ট্রেশন বাবদ পাবেন – একটা জার্সি / basic running tee , একটি মেডেল ( শুধুমাত্র য়ারা নিদিষ্ট নিয়ম এবং সময়ের মধ্যে শেষ করতে পরবেন) , সকালের নাস্তা এবং সাপোর্ট টিমের সার্বক্ষণিক সাপোর্ট। রেজিস্ট্রেশন করা রানার ছাড়া অন্য কেউ এতে অংশ গ্রহণ করতে পারবেন না ।

প্রয়োজনে যোগাযোগ করুন
নৃপেন চৌ : 01713271860
মনি: 01815648776
শ্রাবন: 01814892077
আনিন: 01853000186

আপনার দৌড় নিশ্চয় আরেকজনকে অনুপ্রানিত করবে। মনে রাখবেন এটি একটি নন প্রফিট উদ্যোগ। এই উদ্যোগে আপনার সহযোগীতার মাধ্যমেই আমরা রানিং কে প্রমোট করতে পারব। আশা করি আপনি এই উদ্যোগ কে স্বাগত জানাবেন।

রেজিস্ট্রেশন ফি: (গেটওয়ে চার্জ সহ)
সবার জন্য: ৯৪১/- টাকা 
শিক্ষার্থী এবং ফিমেইল দের জন‍্য: ৮৮৯/- টাকা

“Welcome, everyone!
Chattala Runners (CR) is organizing the 4th edition of the CR 10KM Run. Our competition is named “Sam Bond – CR 10K 2025,” and the theme is ““Salute to all revolutionaries..” We are proud to have Sam Bond as our main sponsor, who are engaged in Adhesive and glue manufacturing window under Samuda Spec-Chem Limited.

The “Sam Bond – CR 10K 2025” is a 10-kilometer race that will take place on January 10, 2025, Friday, starting between 5:45 AM and 6:30 AM (details about the race start time will be provided later). It is a competitive race with some cash prizes and a few accolades up for grabs.

Race Route: C.R.B. Seven Road – Tiger Pass – Radisson blue – C.R.B. Roundabout (a 4-loop circuit).
Participants in the registered categories will receive a race jersey ( basic running tee) , a medal ( only for finishers) , breakfast, and support from our team. Non-registered participants are not allowed to join and registration is not transferable.

For any inquiries, please contact:
* Nripen Chy: 01713271860
* Moni: 01815648776
* Shraban: 01814892077
*Anin : 01853000186

Remember, your run will inspire someone else. This initiative is non-profit, and we hope you will welcome it warmly.

Important information for participants/ runners are;
Date: 10 Jan 2024, Friday
Reporting Time: 05.45 AM (Morning ) / Tentative
Run Starts at: 6.00 AM – 6.30 AM (details will be provided later) / tentative
Run cutoff time: 7.49AM +- ( total time 100 minutes)

Registration Fees: (Gateway Charge Included)
For All : BDT 941/-
For Students and Females: BDT 889/-

Best wishes to all the runners!

REGISTER HERE

Scroll to Top